হাসপাতালের মৃতদেহ নিয়ে চম্পট, ফিরলো মাতৃযানে

0
72

 

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :  প্রথমে ময়নাতদন্ত না করিয়েই মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে চম্পট | শেষে পুলিশের হস্তক্ষেপে সেই মৃতদেহ মাতৃযানে চেপে ফিরলো হাসপাতালের মর্গে | এই বিরল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে | কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের ধুপসা গ্রামের কয়েক জন ব্যক্তি হায়দার মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে এদিন কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন | সংশ্লিষ্ট ডাক্তারবাবু দেখার পর হায়দার মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন | এই হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মৃতের নিকট আত্মীয়দের বলেন মৃতদেহ মর্গে নিয়ে যান | ওখানে ময়নাতদন্ত হবে | কিন্তু নিকট আত্মীয়রা সে কথায় কান না দিয়ে মৃতদেহ সৎকারের জন্য দুপসা গ্রামে নিয়ে চলে যায় | শেষে কালনা থানায় রিপোর্ট করা হয় কালনা হাসপাতালের পক্ষ থেকে |

পরে সৎকার হওয়ার আগেই পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ কালনা হাসপাতালে ফিরে আসে মাতৃযানে চেপে | কালনা মহকুমা হাসপাতালের মাতৃযানের চালক পাপ্পু ভাওয়াল জানায়– আমি ওই দিকেই হাসপাতাল থেকে রুগী নিয়ে গিয়েছিলাম | পীড়াপীড়িতে আমাকে মৃতদেহ মাতৃযানে তুলতে বাধ্য হতে হয়েছে | মৃতদেহ উদ্ধার করতে যাওয়া পুলিশ অফিসারও বলেন– বাধ্য হয়েই মাতৃযানে মৃতদেহ বহন করতে হয়েছে | মৃতের কাকা শ্বশুর রমজান শেখও বলেন- মৃতদেহ মাতৃযানেই আনা হয়েছে | মৃতের বাবা বলেন– আমার ছেলে হায়দার আজ সকালে প্রতিবেশী সুফল বাগের বাড়িতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল | সেখানে জলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় | হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় | মাতৃযানে মৃতদেহ বহনের ব্যাপারে অন্য কোন সরকারি আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি |

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here