শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
অসামাজিক কাজকর্ম চলাকালীন পুলিশকে দেখে পালাতে গিয়ে জলে ডুবে মৃত এক। মৃতের নাম কমলেশ বর্মন(৩৫)। দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার দিওর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলেশ এবং তার বন্ধু লতিফ মজিদুর শ্যামল সহ কয়েকজন মিলে দিওর বাজারে একটি ছাদে বসে তাস খেলছিল। ঠিক সেই মুহুর্তে পুলিশের গাড়ি সেখানে গিয়ে দাঁড়ালে তিনজন ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। কিন্তু লতিফ পালাতে না পারলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কমলেশকে পালানোর পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীরা রাত্রে খোঁজাখুঁজি করেও না পাওয়ার পর আজ সকালে ছাদটির পাশের পুকুরে সকাল সাড়ে দশটার দিকে তার নিথর দেহ পুকুরের অনেক গভীর জল থেকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা ডাম্পারের
এই মর্মান্তিক ঘটনায় সমস্ত দিওড় অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায় কমলেশই বাড়ির একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার সাথে থাকে তার বৃদ্ধ বাবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা, আড়াই বছরের সন্তান ও স্ত্রী বন্দনা রায় বর্মন। এই মর্মান্তিক ঘটনায় গোটা দিওড় জুড়ে একটি কথা ছোট বাচ্চা মেয়েটি বৃদ্ধ মা বাবার কি হবে বন্দনা কিভাবে তার সংসারকে পরিচালনা করবে. তাই প্রশাসনকে পাশে পাবার আর্জি জানিয়েছে মৃতের স্ত্রী বন্দনা।
সমগ্র দিওড় অঞ্চল যখন পুলিশ প্রশাসনের পাশে ঠিক তেমনি পুলিশ প্রশাসনও তার পরিবারের পাশে থাকবার আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584