নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে সে দেশের সরকার। আহত কমপক্ষে ২৩ জন। স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।
কিন্তু এখনও মৃতের সংখ্যা বাড়ছে। ভূমিকম্পের পর মেক্সিকো সিটিতে ১৫০০ বারেরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল অবশ্য ছিল ওয়াক্সাকা। যা মেক্সিকো সিটি থেকে ৭০০ কিমি দূরে। সূত্রের খবর, ভয়াবহ এই ভূমিকম্পের দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ২ হাজারটি বাড়ি।
আরও পড়ুনঃ পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের
এখনও বিপর্যয় মোকাবিলা দল জাতীয় সড়ক থেকে ধ্বংসাবশেষ তোলার কাজ করছে। উল্লেখ্য, গতকাল ভূমিকম্প হয় দেশেও। মিজোরাম ও নাগাল্যান্ডে পরপর ভূমিকম্প হয়। রবিবার থেকে বৃহস্পতিবার অবধি এই নিয়ে পঞ্চমবার ভূমিকম্পে কেঁপে ওঠে মিজোরাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584