ওয়েবডেস্কঃ-
বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে ইতিমধ্যে নিহতের সংখ্যা শতাধিক দাঁড়ালো।সারাদেশে গতরাতেই ‘বন্দুকযুদ্ধে’ ১০জন নিহত হয়েছে।কুষ্টিয়া, যশোর ও কুমিল্লার মুরাদনগরে ছয়, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও ময়মনসিংহে একজন করে নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে বলে বিবিসি জানায়।বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার নির্দেশে অভিযান শুরুর পর গত ১০ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২০ জন।
নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে মানবাধিকার সংগঠনগুলো।
‘এসব ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধকে’ বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করছে।
তবে সমালোচনার মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, তারা মাদকের বিরুদ্ধে ‘অলআউট’ যুদ্ধে নেমেছেন, নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584