ক্ষমতার হাতবদল হলেও গ্রীষ্মকালীন জলকষ্টের সুরাহা নাই দাঁইহাটা পৌরএলাকায়

0
62

শ্যামল রায়,বর্ধমানঃ

দীর্ঘদিন ধরেই দাইহাট পৌর এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। প্রতিবছর গ্রীষ্মের সময় এই সমস্যা চরম আকার ধারণ করে এবং অসুবিধার মধ্যে পড়েন শহরবাসী।
এ বছরেও পানীয় জলের সংকট থেকে রেহায় পায়নি এলাকার বাসিন্দারা। তাই ক্ষুব্ধ শহরবাসী।পৌর এলাকার প্রতিনিধিদের কাছে বারবার দরবার করছেন পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করার।
কখনো সিপিএম কখনও কংগ্রেস কখনও তৃণমূল কংগ্রেস। যে যখন ক্ষমতায় আসছেন সেই সময়টাতেই একাধিকবার দাবি জানালেও কাজের কাজ হয়নি শহরবাসীর কাছে পানীয় জলের সমস্যা সমাধান করার।
তাই সিপিএমের পৌরবোর্ড থাকাকালীন সিপিএমের সদস্যরা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বর্তমান দুমাস হয়ে গেল তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড। এই পৌর বোর্ডের কাছে শহরবাসী দাবি জানিয়েছেন পানীয় জলের সমস্যা সমাধান করার।
সোমবার পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে যে খুব শীঘ্রই শহরের দুটি প্রান্তে পৌরসভার নিজস্ব উন্নয়ন তহবিল থেকে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হবে। যার খরচ ধরা হয়েছে২২ লক্ষ টাকা।
চেয়ারম্যান শিশির কুমার মন্ডল জানিয়েছেন যে পানীয় জলের সমস্যা মেটাতে আমরা পৌরসভার নিজস্ব তহবিল থেকে অর্থ খরচ করে শহরবাসীর কাছে পর্যাপ্ত জল পৌঁছে দেয়ার ব্যবস্থা করব।
আরো তিনটি পাম ও পুরনো পাইপলাইন বদল করার জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদনপত্র পাঠিয়েছি। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই পানীয় জল সংকটের অনেকটাই সমাধান করে ফেলব।
শীঘ্রই সমস্যা মিটাতে পারবো বলে আশাবাদী চেয়ারম্যান।
জানা গিয়েছে যে পৌর এলাকায় যে পানীয় জলের ব্যবস্থা আছে সেইসব জল দিয়ে নোংরা ভেসে ওঠে এবং পর্যাপ্ত পাম্প না থাকার কারণে বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন।
এর জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পানীয় জল প্রকল্পের অর্থ বরাদ্দ হলে আমরা শহরবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল।
বর্তমানে অসম্ভব গরম পড়ে যাওয়ায় বাড়িতে থাকা অনেক টিউবয়লের কল গুলোতেই জল উঠছে না।
ফলে জল সংকটে ভুগছেন শহরবাসী।

জানা গিয়েছে যে শহরের চৌদ্দটি ওয়াডের মধ্যে এখনো পর্যন্ত ২৫৪৫ টি  বাড়িতে জলের সংযোগ দেয়া হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় ট‍্যাপ বসানো হয়েছে। একটিমাত্র রিজার্ভার থেকে আপাতত জল সরবরাহ করা হচ্ছে শহরবাসীর জন্য।
অন্যদিকে সিপিএম কে পৌরসভা থেকে সরানোর পর তৃণমূল ক্ষমতায় এসেই জলকর মুখুব করে দিয়েছে।
যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে দাঁইহাটের পানীয় জল সংকট দীর্ঘদিনের এর আগেও আমরা এই জল ইস্যুতে আন্দোলন করেছি।
তবে বর্তমান বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান শিশির মন্ডল সদাসতর্ক বলে জানা গিয়েছে। শহরবাসীর জন্য খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য পাম্প বসবে জানিয়ে দিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মন্ডল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here