কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু , ১০০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের বম্বে হাইকোর্টে

0
135

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণ গিয়েছে সন্তানের। ১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন ঔরঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনাওয়াত। হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। মামলার পিটিশনে মহারাষ্ট্র রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং সেরাম ইন্ডিয়ার পার্টনার বিল গেটসকে পার্টি করা হয়েছে।

Covid vaccine
প্রতীকী চিত্র

আবেদনে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি ২০২১-এ কোভিশিল্ড টিকা নেওয়ার প্রায় একমাস পরে মৃত্যু হয় স্নেহাল লুনাওয়াতের এবং তা কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে।

দিলীপ লুনাওয়াতের মৃত কন্যা স্নেহাল লুনাওয়াত নাগপুরের একটি মেডিক্যাল কলেজের সিনিয়র অধ্যাপক ছিলেন। সমস্ত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ফলে তিনিও টিকা নিতে বাধ্য হন। কোভিশিল্ড টিকার দুটি ডোজই নিয়েছিলেন তিনি। দিলীপ লুনাওয়াতের আবেদনে বলা হয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ( DCGI) , অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স- এই সমস্ত গুরত্বপূর্ণ প্রতিষ্ঠানের অসত্য বিবৃতির শিকার হয়েছেন তার মেয়ে স্নেহাল।

মামলার আবেদনে তিনি বলেছেন, করোনা টিকা সম্পূর্ণ নিরাপদ, শারীরিক কোন ঝুঁকি নেই এ বিষয়ে সরকারি তরফে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল বলেই তাঁর কন্যা স্নেহাল লুনাওয়াত একজন স্বাস্থ্য কর্মী হিসেবে টিকা নিতে বাধ্য হন। আবেদনে মামলাকারী বলেছেন, কেন্দ্রীয় সরকারের AEFI কমিটি গত ২ অক্টোবর, ২০২১-এ স্বীকার করে যে তাঁর মেয়ের মৃত্যু Covishield ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হয়েছে।

আবেদনে লুনাওয়াত বলেছেন, “আমার মেয়েকে ন্যায়বিচার দেওয়ার জন্য এবং টিকা কর্তৃপক্ষের এই ধরনের বেআইনি কার্যকলাপের কারণে হত্যার সম্ভাবনা রয়েছে এমন আরও অনেক লোকের জীবন বাঁচানোর জন্য এই আবেদনটি দায়ের করা হচ্ছে।“ তবে বম্বে হাইকোর্ট এখনও এই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here