শ্যামল রায়, বর্ধমান, ১১ এপ্রিলঃ-
বাজার থেকে নিজের স্কুলে যাবার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত স্কুল শিক্ষকের নাম বাপি বাগদি (৩৪)। বাড়ি পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার চন্ডিপুরের বামুনারা গ্রামে। মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত শিক্ষকের পরিবার সূত্রে জানা গেছে, বাপিবাবু খন্ডঘোষের হামিরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ঘটনার দিন সকালে তিনি খন্ডঘোষের রসুলপুরে বাজার করতে যান। বাজার সেরে তিনি সরাসরি স্কুলে যাচ্ছিলেন, পথে একটি লরি তাকে ধাক্কা মারলে তিনি মারাত্বকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
অপর একটি ঘটনায়, বুধবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের। মৃতের নাম নজর সেখ (৭৫)। বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘি থানার নেরোদিঘি এলাকায়। বুধবার সাইকেলে চড়ে বর্ধমান – কাটোয়া রোড ধরে কাজে যাওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পরেই তার মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584