রুপালি গিটার থামিয়ে ‘সেই তুমি’ আজ চলে গেলে – পল্লব দাস
বাংলা গানের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই।হঠাৎ হৃদযন্ত্রের স্তব্ধতা যেন সব কিছু থামিয়ে দিল।২০০৯ সালে হৃদযন্ত্রের সমস্যা বেশ কিছুটা ভুগিয়েছিল এই শিল্পীকে।সপ্তাহ খানেক আগেও হৃদরোগের সমস্যার কারণে ঢাকায় স্কোয়ার হাসপাতালে আসেন বাচ্চু।বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় আইয়ুব বাচ্চুকে বাংলাদেশের রাজধানীর স্কোয়ার হাসপাতালে আনলে ডাক্তাররা পরীক্ষা করেন এবং সকাল ৯:৫৫ মিনিট নাগাদ ডাক্তাররা জানান আইয়ুব বাচ্চু আর নেই।বাংলা ব্যান্ড গানের জগতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি আইয়ুব বাচ্চু।তাঁর জনপ্রিয়তা বাংলাদেশ ছাড়িয়ে গেছে বহুদেশে।ভারতেও ভক্তের বা গুনগ্রাহীর সংখ্যা কিছু কম নেই।
‘সেই তুমি কেন এত অচেনা হলে’,’এখন অনেক রাত’,’রুপালি গিটার’ ইত্যাদি বহু জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দেন।আইয়ুব বাচ্চুর একক এলবাম গুলির মধ্যে রক্তগোলাপ,কষ্ট,একা,বলিনি প্রভৃতি এখনও জনপ্রিয়তার শীর্ষে ।বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল আর বি,যার পুরো নাম ‘লাভ রানস ব্লাইন্ড’এর ৯০’ এর দশকে আত্মপ্রকাশ ঘটে। আইয়ুব এই ব্যান্ডের প্রধান রথী ছিলেন।প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের কাছে সমান ভাবে গ্রহণযোগ্য থাকবে গান গুলি।এই বাংলা ব্যান্ডটি বেশ সাড়া ফেলেছিল দুই বাংলার মানুষের কাছে।
আয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি আজও প্রাসঙ্গিক আর হৃদয়গ্রাহী,বলা বাহুল্য এই গানটির জন্যই হয়ত বাচ্চু সর্বাধিক সমাদৃত।আইয়ুব বাচ্চু সুরকার,গীতিকার,গায়ক আর গিটারিস্ট।লাইভ স্টেজে তিনি গিটার হাতে উন্মত্ত দর্শকদের ভগবান হয়ে বিরাজমান থাকতেন।গিটারের সেই সুর যেন প্রত্যেক প্রেমের কাহিনীর কথা বলত।আইয়ুব বাচ্চুর ডাক নাম ছিল রবীন।সংগীত মহলে ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন বাচ্চু।সাথে তিনি গাম্ভীর্য আর সাহিত্য জ্ঞানের এক অনন্য সম্ভার।
বাচ্চু সাহেবের এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুই বাংলার সংগীত মহল।বিগত বছরেই তিনি অনুষ্ঠান করে গেছেন কলকাতায়।স্মৃতি গুলি চোখের সামনে রয়েছে।থেমে গেছে রুপালি গিটার।তবে আপামর বাংলা সংগীতপ্রেমী সারা জীবন মনে রাখবে এই কিংবদন্তী শিল্পীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584