গুজরাটে ছুরিকাহত হয়ে নিহত বাঙালি শ্রমিক

0
132

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের খুন হলেন এক বাঙালী যুবক।মৃতের নাম সেখ শামসুদ্দিন (৩৮)।বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের সাহাপুরে।গত বুধবার রাস্তায় তিনি ছুরিকাহত হন গুজরাটের সুরাটে।বুধবার সকাল ৬ টার সময়ে কারখানায় যাওয়ার পথে দুস্কৃতিরা তার বুকে ছুরি চালায়।সুরাটের খড়দা থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় শামসুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আট বছর ধরে সুরাটে এমব্রয়ডারি কাজ করতো শামসুদ্দিন।তার স্ত্রী আঙ্গুরা বিবি জানান বছর খানেক আগে তারা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতেন,সেখানে এক প্রতিবেশীর সঙ্গে তার স্বামীর ঝামেলা হয়।তখন সে খুনের হুমকি দিয়েছিল।বলেছিল লোক লাগিয়ে খুন করাবে। তারপর অবশ্য একবছর কোন অশান্তি হয় নি।

Death of Bengali worker at Gujarat by knife attack
নিহত শ্রমিক পরিবারের বাড়িতে প্রশাসনের কর্মকর্তারা।নিজস্ব চিত্র

বাচ্চা হওয়ার সময় আঙ্গুরা বিবি সুরাট থেকে জামালপুরে চলে আসেন।এখন অবশ্য শামসুদ্দিন সুরাটে একাই থাকতেন।
গত এক বছরে এই ভাবে ভিন রাজ্যে কাজে গিয়ে শুধুমাত্র জামালপুরের তিন যুবক খুন হল। মৃত শামসুদ্দিন পরিবারের পাশে দাঁড়ালেন জামালপুর ব্লক প্রশাসন।

আরও পড়ুনঃ দুষ্কৃতীর গুলিতে আতঙ্কিত মেদিনীপুর,কারন নিয়ে ধোঁয়াশা

উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান,রিলিফ অফিসার উত্তম ঘোষ,পাড়াতল ১নং পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান।পঞ্চায়েত সমিতির সভাপতি মৃত পরিবারের হাতে নগদ টাকা,কম্বল, চাল, শাড়ি প্রভৃতি তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান জানান আজ আমার মৃত পরিবারের পাশে এসে দাঁড়ালাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here