পৃথিবী ছাড়লেন জন কার্লেন, ক্যালিফোর্নিয়ার হসস্পাইস থেকেই বিদায় ‘হার্ভে লেসি’-র

0
64

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

৮৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছাড়লেন টিভি সিরিজ ‘ক্যাগ্নি অ্যান্ড লেসি’র অভিনেতা জন কার্লেন। ‘কনজেস্টিভ হার্ট ফেলিওর’ বা ক্রনিক হৃদরোগের দরুণ তাকে ভর্তি হতে হয়েছিল ক্যালিফোর্নিয়া হসস্পাইসে।

john kerlan | newsfront.co
জন কার্লেন। চিত্র সৌজন্যঃ জাস্ট জেয়ার্ড

টুইটার সূত্রে খবর, ‘ডার্ক শ্যাডো’র এই অভিনেতা যিনি বার্নবাস কলিন্স থেকে উইলি লুমিন্স-এর চরিত্রে অভিনয় করেছেন এবং আমরা সবাই মুগ্ধ হয়ে গিলেছি সেসব চরিত্র।

আরও পড়ুনঃ শুক্রবার থেকে আকাশ পরিস্কার রাজ্যে, বৃষ্টির সম্ভাবনা বাগদেবী বন্দনার দিন

বিদেশি গণমাধ্যম ডেইলি স্টার জানাচ্ছে, জানুয়ারি ২২ এ ৮৬ বছর বয়সে জন ক্যালিফোর্নিয়ার হসস্পাইসে মারা যায়। আরও জানা যায়, ১৯৮৬ এ হার্ভে লেসির চরিত্রে অভিনয়ের জন্য জনকে এমি পুরস্কারে সম্মানিত করা হয়। জন শ্রেষ্ঠ সহ-অভিনেতার চরিত্রে ভূষিত হয়েছিলেন।

এমি পুরস্কার গ্রহণ করার সময় জন মজা করে বলেছিলেন, মেহনতি মানুষের রুটি যতটা প্রয়োজনীয়, আমারও এই অ্যাওয়ার্ড ততটাই দরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here