চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

0
85

সুদীপ পাল,বর্ধমানঃ

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল দুর্গাপুরে।

দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন বেসরকারী হাসপাতালে এই ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষ কার্যত তারা বিক্ষোভের মুখে পড়েছে। দুর্গাপুর-১ এর নেতাজী নগরের বাসিন্দা শান্তনু ভট্টাচার্য ও ভাগ্যশ্রী ভট্টাচার্য তাদের আড়াই বছরের কন্য সন্তানের জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।

Death of child due to negligence of treatment
নিজস্ব চিত্র

শিশু বিশেষজ্ঞ ডঃ সৌগত লাহিড়ী শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার নিদান দেন। শিশুটির পরিবারের অভিযোগ, মেয়েকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তুলনামূলক সুস্থ ছিল কিন্তু ক্রমাগত ভুল চিকিৎসার ফলে মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুর মা ভাগ্যশ্রীদেবী কান্না জড়ানো গলায় জানালেন, মেয়ে হেঁটে হেঁটে হাসপাতালের লিফটে চেপে ওয়ার্ডে ভর্তি হতে গেছিল।তাঁর অভিযোগ, রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই শিশুটিকে সোয়াইন ফ্লু-র অ্যান্টিবায়োটিক ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়।শুধু তাই নয় শিশু স্বাভাবিক ভাবে টয়লেট করার জন্য মাকে জানালেও তাকে ক্যাথিটার পড়ানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ আচমকা খবর দেয় শিশুর শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভেন্টিলেশনে শিফট করা হয়েছে। পরিবারের তরফে ডঃ সৌগত লাহিড়ীকে ডেকে পাঠানোর জন্য অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথায় কোনোরকম কর্ণপাত করেনি বলে জানান। শ্রেয়ার মৃত্যুর পর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান। ফরিদপুর ফাঁড়িতে খবর দেওয়া হয়। মৃত শিশুর মামা অভিজিৎ রায় অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা চাপা দিতে শ্রেয়ার চিকিৎসার খরচ সহ দুই লক্ষ টাকা তার বাবা-মাকে অফার করেছে।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে মা-ছেলে,মৃত মা

যদিও হাসপাতাল আধিকারিক প্রবীর মুখার্জী শ্রেয়ার পরিবারকে ক্ষতিপূরণের দুই লক্ষ টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, শ্রেয়ার চিকিৎসার বিল মানবিক কারণে না নেওয়ার সিদ্ধান্ত হয়। মৃতার মা বলছেন, এতই যখন মানবিক তবে আমার মেয়েকে কেন কেড়ে নিল ভুল চিকিৎসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here