জমি পাহারারত অবস্থায় হাতির হানার মৃত্যু ঝাড়গ্রামে

0
46

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

Death of farmer by elephant attack | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রামের রাস্তাঘাটে হঠাৎ হাতি বা হাতির দলের দেখা পাওয়া খুব একটা বিস্ময়কর ঘটনা নয়। আবার তাদের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারানোর মত ঘটনাও সামনে উঠে আসে। অনেকসময় তো বিভিন্ন এলাকায় ঢুকে তাদের তাণ্ডবলীলার ঘটনাও নতুন কিছু নয়। হাতির আক্রমণে ফের মৃত এক।

Death of farmer by elephant attack | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঝাড়গ্রাম থানার চন্দ্রীর ঘটনা। মৃত ব্যাক্তির নাম পীযূষ কান্তি কর(৫৫)। চন্দ্রীর পেটবিন্দী গ্রামের বাসিন্দা পীযূষ কান্তি কর। তার বাড়ি থেকে কিছুটা দূরেই জমির মধ্যে তাঁবুতে ঘুমোচ্ছিলেন।

আরও পড়ুনঃ এলাকা দখলের লড়াইয়ে প্রাণ গেল এক দামালের

তিনি পুকুর আর জমি পাহারা দেওয়ার জন্য রোজ মাঠেই ঘুমোতেন। বুধবার তিনি যখন ঘুমিয়েছিলেন, সেই সময় ২টি দাঁতাল হাতি জমিতে ঢুকে পড়ে খাবারের জন্য।

পীযূষবাবুকে সামনে পেয়ে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here