তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ হাসপাতালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় সবার প্রিয় সাংস্কৃতিক সম্পন্ন মানুষ তথা একসময়কার বিশিষ্ট ফুটবলার বাঘা মিহির বলেই খ্যাত মিহির ভৌমিক বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রের খবর থেকে জানা যায় গত চার দিন আগেও মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে গিয়ে হরিবাসরে বাতাসার লুট দিয়ে আসেন মিহিরবাবু।
মিহির বাবুর মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বাড়িতে ছুটে যান কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে পুরসভার উপ-পুরপতি বসন্ত রায়, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ফুটবল অ্যাকাডেমির সভাপতি তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল, তপন কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিগন। কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা এই মুহূর্তে প্রশাসনিক কাজে কলকাতায় থাকায় তিনি মিহির ভৌমিকের মৃত্যুর খবর পেয়েই তার প্ৰতি শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুনঃ হিমঘরে তোলার আগেই আলুর পরিচর্যার নিদান
উপস্থিত সবাই পুষ্প স্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। মিহির ভৌমিক একসময় কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
প্রিয় রঞ্জন দাসমুন্সি মিহির ভৌমিককে তার সহজ সরল স্বভাবের কারনে শ্রদ্ধা যেমন করতেন তেমনি ভালোবাসতেন। প্রয়াত মিহির ভৌমিক মৃত্যু কালে রেখে গেছেন এক পুত্র ও স্ত্রী। মিহির ভৌমিক ছিলেন পেশায় একজন আদর্শ প্রাথমিক শিক্ষক। তিনি কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্যতম কর্নধার ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584