নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক আরহীর।ঘটনায় গুরুতর জখম আরো দুই জন। শনিবার রাতে মালদার গাজোল থানার রানিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় একজনের।বাকী দুই জন আশঙ্কাজনক আবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত বাইক আরহীর নাম অমল পাহান(২২)। বাড়ি গাজোলের বটতলা এলাকায়। জখম রয়েছে অমল পাহানির ভাগ্নে প্রসেনজিৎ মুণ্ডা(২০)। বাড়ি হব্বিপুর থানার কেন্দপুকুর এলাকায়।অপর জখম যুবকের নাম পরিমল মন্ডল(১৮)। জানা গিয়েছে প্রসেনজিৎ মামার বাড়ি ঘুরতে গিয়েছে। শনিবার রাতে মামা অমল পাহান ও তার বন্ধু পরিমলের সঙ্গে বাইকে ঘুরতে বের হয় প্রসেনজিৎ। বাইকে ঘোরার সময় গাজোলের রানিগঞ্জ এলাকায় রাতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে।বাইক উল্টে গুরুতর জখম হয় তিনজন।
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
স্থানীয়রা তাদের তড়িঘড়ি তাদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু তাদের আবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা তাদের মালদা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় অমলের। বাকী দুইজন চিকিৎসাধীন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584