শ্যামল রায়,কালনাঃ

গাছ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম ভোলা মান্ডি(৬১)।বাড়ি কালনা থানার পাতিলপাড়া এলাকায়।পার্শবর্তী গ্রাম চাগ্রামে একটি গাছে উঠে গাছ কাটার সময় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় শোকের ছায়া নামে ওই এলাকায়।সোমবার ওই ব্যক্তির মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।
মৃত ভোলা মান্ডির ছেলে বাপণ মান্ডি বলেন,”বাবা রবিবার পাশের চাগ্রামে একটি গাছ কাটছিলেন।সেইসময় গাছ থেকে হঠাৎই পড়ে গিয়ে গুরুতর জখম হলে আমরা চাগ্রাম হাসপাতালে ভর্তি করি।এরপরেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসি।সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করলে বাবাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই।কিন্তু পথেই বাবার মৃত্যু হয়।এরপর ফের কালনা হাসপাতালে নিয়ে আসি।সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ মেলা দেখতে এসে বাসের ধাক্কায় আহত বৃদ্ধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584