মনিরুল হক, কোচবিহারঃ
মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। আজ কোচবিহার-মাথাভাঙা সড়কের বড়বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম ফজলু রহমান। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের ময়নাগুড়ি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি জিরানপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফজলু রহমান মোটর সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে শুকটাবাড়ি সংলগ্ন বড় বাড়ি এলাকায় একটি মারুতি ভ্যানের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার জেরে কোচবিহার মাথাভাঙা সড়ক কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে ওই শিক্ষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ রেলের ওভার ব্রিজ থেকে উদ্ধার মৃতদেহ
পথ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর জেরে ময়নাস্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে শকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584