কিংবদন্তি অভিনেতা-নাট্যকার শ্রীরাম লাগুর জীবনাবসান

0
48

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

চলে গেলেন প্রবীণ অভিনেতা শ্রীরাম লাগু। মঙ্গলবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

death of Shreeram Lagoo | newsfront.co
শ্রীরাম লাগু। চিত্র সৌজন্যঃ টুইটার

এএনআই সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত সমস্যার কারণেই মারা যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। নাট্যকার সতীশ আলেকার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমি তাঁর জামাইয়ের সাথে কথা বলেছি। বার্ধক্য জনিত সমস্যার কারণেই তিনি মারা গিয়েছেন।”

শ্রীরাম লাগু হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমা ও থিয়েটারে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। শ্রীরাম লাগু ২০ টিরও বেশি মারাঠি নাটক পরিচালনা করেছেন। ‘নাটসম্রাট’ এবং ‘হিমালয়চি সাওলি’-র মতো মারাঠি নাটকে অভিনয় বেশ সাড়া ফেলেছিল সেই সময়ে।

আরও পড়ুনঃ নতুন করে বিক্ষোভ দিল্লির রাজপথে, উত্তর-পূর্বে জারি ১৪৪ ধারা

এই কিংবদন্তির মৃত্যুতে অভিনয় জগত থেকে শুরুকরে অনেক কুশলীই টুইটারে তাঁদের হৃদয়মর্মী ব্যাঞ্জনা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করেছেন, “সর্বকালের মহান শিল্পী শ্রীরাম লাগুর প্রতি আমার শ্রদ্ধা। আমরা আজ এক বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিকে হারালাম। একাধারে তিনি ছিলেন অনন্য নাট্য অভিনেতা, অন্যদিকে রুপালি পর্দায় আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। একই সাথে সমাজ সেবকও ছিলেন তিনি।”

বলিউড অভিনেতা ঋষি কাপুর টুইট করে জানান, “সবচেয়ে স্বতঃস্ফূর্ত অভিনেতা ড. শ্রীরাম লাগু সাহাব আজ আর আমাদের মধ্যে নেই। বেশ কয়েকটি চলচ্চিত্র-এ তাঁর সাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার। তবে দুর্ভাগ্যক্রমে গত ২৫ থেকে ৩০ বছর তাঁর সাথে কাজ করতে পারিনি। তিনি পুনেতে অবসর জীবন কাটিয়েছেন। লাভ ইউ ড. সাহাব।”

চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকরও এই কিংবদন্তি অভিনেতার জন্য একটি শ্রুতিমধুর টুইট করেছেন–“প্রবীণ অভিনেতা ড. শ্রীরাম লাগু স্যারের মৃত্যুর খবর আমাকে ব্যথিত করেছে। তিনি একজন দুর্দান্ত সমাজবাদী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। থিয়েটার এবং চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। ওম শান্তি।”

শ্রীরাম লাগুর কর্মজীবনের ঝুলিতে ‘সিনহসান’, ‘সামনা’, ‘পিনজরা’, ‘জাকোল’, ‘খিচাদী’, ‘মুক্তা’, ‘ঘারোন্দা’ ও ‘মাসালা’-র মতো আইকনিক ফিল্ম রয়েছে। মৃণাল সেন পরিচালিত ‘একদিন অচানক’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি ‘লামান’ শিরোনামে তাঁর আত্মজীবনী লিখেছেন।

তাঁর স্ত্রী দীপা লাগু এখনও জীবিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here