অজানা জ্বরে মৃত্যু দশম শ্রেণীর পড়ুয়ার

0
48

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Death of student by unknown fever | newsfront.co
নিজস্ব চিত্র

অজানা জ্বরে মৃত্যু হল দশম শ্রেনীর এক ছাত্রের। গত ১৮ আগষ্ট জ্বর থাকা অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শালবনী থানার অন্তর্গত গড়মাল গ্রামের অতনু বিষুইকে (১৮)।

Death of student by unknown fever | newsfront.co
মৃত অতনু বিষুই।নিজস্ব চিত্র

পরিবারের লোকের কথায়, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল অতনু বিষুই। প্রথমে তাকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন গতকাল সকালে মৃত্যু হয় দশম শ্রেণীর ছাত্র অতনু বিষুইয়ের । যদিও হাসপাতাল থেকে রক্ত পরীক্ষা করানোয় সেই রিপোর্টে কিছুই মেলেনি। রিপোর্টে দেখা যায় রক্তের প্লেটলেট এবং পিসিভি স্বাভাবিকের থেকে কম।

পরিবারের অভিযোগ, ডেঙ্গু হওয়ার পরেও ডেঙ্গুর চিকিৎসা করা হয়নি এবং ডেঙ্গুর উপযুক্ত চিকিৎসা না হওয়ার কারনেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। যদিও হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে লেখা ছিল ফিভার (থম্বসাইটোপেনিয়া)। তবে এব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা বলেন, ঐ ছাত্রের রক্ত পরীক্ষা করা হয়েছিল, তাতে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার

তবে তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, আগামীকালই জেলা স্বাস্থ্য দপ্তরের টিম যাবে ঐ এলাকায়। এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি পরীক্ষা, নিরীক্ষাও করা হবে। তবে ঐ ছাত্র কি ধরনের ভাইরাল ফিভারে আক্রান্ত ছিল তা স্পষ্ট করে জানাননি তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here