নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চা বাগানের কীটনাশক খেয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু।
জানা গেছে যে,কালচিনি ব্লকের বীচ চা বাগানে খেলতে গিয়ে অজান্তেই চা গাছের কীটনাশক খেয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু ঘটে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার প্রায় সন্ধ্যার সময়।কালচিনি ব্লকের বীচ চা বাগানের ৯ নং লাইন এলাকার বাসিন্দা রুপেশ খাড়িয়ার চার বছরের পুত্র সিপরেন খাড়িয়া ও সারে তিন বছরের কন্যা শিশু সেলিফি খাড়িয়া এবং রুপেশের ভাই রাজেশ খাড়িয়ার তিন বছরের কন্যা সোনালি খাড়িয়া খেলছিল।
সেই সময় ঘরে থাকা একটি বোতলে চা গাছের ওষুধ ছিল। সেই কীটনাশক বোতল খুলে ভাগ করে খেয়ে ফেলে তিন ভাই-বোন।তারা অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকরা স্থানীয় লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে । লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক তিনজনেই মৃত বলে ঘোষণা করে ।
আরও পড়ুনঃ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী
চিকিৎসক সৌরভ রায় জানান,”যে সম্ভবতঃ কোনো বিষ খেয়ে ফেলেছে শিশুরা। এখানে আনার পর আমরা পরীক্ষা করে দেখি তিনটে বাচ্চাই মৃত।মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584