শ্যামল রায়, বর্ধমান:-
সোমবার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরের জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতিসহ তিন সঙ্গীত শিল্পীর । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম দেবজ্যোতি হাজরা, তার স্ত্রী শিল্পী মৈত্রী হাজরা ও যন্ত্রশিল্পী লোটন বাগ।
দেবজ্যোতি হাজরাবাড়ি বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায়। পুলিশ সূত্রে ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এদিন জলসার অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন দম্পতিসহ যন্ত্রশিল্পী। তাদের প্রাইভেট গাড়িটির চাকা ফেটে যাওয়ায় লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবজ্যোতি হাজরা সহ ওই তিনজনের। মৃতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।
ফের পথদুর্ঘটনায় মৃত্যুতে বর্ধমান শহরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পুলিশ প্রশাসন ও ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সচেতন ও নানান ধরনের পরিকল্পনামূলক পদক্ষেপ গ্রহণ করলেও এই ধরনের পথদুর্ঘটনা ঘটছে কেন? পুলিশ জানিয়েছে যে ট্রাকটিকে আটক করা হয়েছে তার চালক পলাতক।
এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে সাময়িকভাবে যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় বলে পুলিশ সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584