মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর

0
141

মনিরুল হক,কোচবিহারঃ

মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম নাজিমুদ্দিন মিয়াঁ।তিনি কোচবিহার ১ নং ব্লকের হাড়িভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দয়ালেরছড়া এলাকার বাসিন্দা।

Death of tmc worker At coochbehar
মৃত তৃণমূল কর্মী।নিজস্ব চিত্র

জানা গিয়েছে,আজ কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। বাড়ি ফেরার পথে তিনি মাথা ঘুরে তোর্সা ব্রিজের আগে হরিণচওড়া এলাকায় রাস্তায় পড়ে যান। সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে কোচবিহার গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নং ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেন,“মুখ্যমন্ত্রীর সভা শুনে বাড়ি ফিরছিলেন আমাদের দলের কর্মী নাজিমুদ্দিন মিয়াঁ।হরিণচওড়া এলাকায় মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি।সেখানে উপস্থিত আমাদের দলের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়। ওই ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। আমরা দলগত ভাবে নাজিমুদ্দিন মিয়াঁর পরিবারের পাশে রয়েছি।”

আরও পড়ুনঃ মোদীর সভায় যোগ দিতে আসা এক বিজেপি কর্মীর মৃত্যু

উল্লেখ্য,গতকাল রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে আসার পথে গাড়ি থেকে পড়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর।মৃত ওই বিজেপি কর্মীর নাম প্রভাত মণ্ডল(৩৫)। তাঁর বাড়ি চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেতারের ঝাড় গ্রামে।তিনি বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here