রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
ফের খুন তৃণমূল কর্মী।আজ রাত্রি আটটা নাগাদ মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত যশোহরি-আনোখা ২ নং গ্রাম পঞ্চায়েতের রুদ্রবাটি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ মন্ডল দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের ছোঁড়া বোমা গুলি নিহত হলেন।
গৌরাঙ্গ তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবেই এলাকায় পরিচিত।দলীয় কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে তার ওপর দুটি বোমা ও তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলেই মারা যান তিনি।পরিবারের সকলেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। গ্রামবাসীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এই খুনের ঘটনাকে কেন্দ্র করে।পরিবেশ অত্যন্ত উত্তেজনামূলক হয়ে ওঠে।
কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহ কান্দী মহাকুমা হাসপাতালে নিয়ে যান ময়না তদন্তের জন্য।
আরও পড়ুনঃ বেলডাঙ্গায় তৃণমূল সমর্থকের দেহ উদ্ধার,খুনের অভিযোগ পরিবারের
কান্দীর ব্লক সভাপতি পার্থ প্রতিম সরকার জানালেন, গৌরাঙ্গ মন্ডল ব্লকের একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন সকালে।কিন্তু হঠাৎ কি কারনে এমন ঘটনাটি ঘটে গেল তার তদন্ত করুক পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584