পিয়ালী দাস, বীরভূমঃ
হোমগার্ডের মারে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য সিউড়ি কড়িধ্যা গ্রামে।
জানা গেছে, জমির বিবাদ ঘিরে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল কড়িধ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তারাপদ পাল (৫০) ও এলাকারই বাসিন্দা পেশায় হোমগার্ড বৈদ্যনাথ দাসের।
জমির বিবাদ নিয়ে গত মঙ্গলবার বিকেলে দুজনের বিবাদ চরমে পৌছায়। সেই সময় বৈদ্যনাথ দাস বেধড়ক মারে তারাপদ পালকে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ওই হোমগার্ডের বিরুদ্ধে।
মৃতের মা প্রতিমা পালের অভিযোগ, হোমগার্ড বৈদ্যনাথ দাস জমির দালালী করে এলাকায়।আমাদের একটি জমি হস্তাগত করার জন্য আমাদের খুব চাপ দিচ্ছিল। আমরা রাজি না হওয়ার রোষ ছিল আমাদের উপর।
আরও পড়ুনঃ টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র নৈহাটির আরবিসি কলেজ
মঙ্গলবার বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্যান্য জমি গুলি মাপামাপি করছিল বৈদ্যনাথ দাস। তা দেখতে গেলে ছেলের উপর চড়াও হয়ে বুকে, মুখে, মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় ছূটে পালিয়ে আসে ছেলে। তাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু পরে মারা যান তারাপদ পাল। মৃতের দাদা সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584