সুদীপ পাল, বর্ধমানঃ
সাপের ছোবলে মৃত্যু হল পিসি এবং ভাইপোর। সাপে কাটা ভাইপোকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলতে গিয়েছিল অষ্টম শ্রেণীর পড়ুয়া। রাস্তায় তাকেও সাপে কাটে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাতের দিকে মৃত্যু হয় দুজনেরই।শ্রাবণী দাস (১৩) ও তার ভাইপো তিন বছরের সূর্য দাস নিত্যানন্দপুর পঞ্চায়েতের ভৈরবপুরের বাসিন্দা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা যায়, মাটির বাড়িতে বসবাস করত শ্রাবণীরা। ঘুমন্ত অবস্থায় সূর্যকে সাপে ছোবল মারে। সে অসুস্থ হয়ে পড়লে তাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলতে যায় শ্রাবনী। সেই মুহূর্তেই সর্পদষ্ট হয় সে। এরপর দু’জনকেই গাড়ি করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’জনকেই পরপর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দাড়িভিট কাণ্ডে মৃতের পরিবার
ভাতারের মঞ্জুলা তারাপদ চৌধুরী বিদ্যানিকেতনের ছাত্রী ছিল শ্রাবণী। বিদ্যালয়ের সুনামের সাথেই সে পড়াশোনা করত বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইনামুল হক। প্রশাসনের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584