নদীর জলে ডুবে মহিলার মৃত্যু,দেহের খোঁজে তল্লাশি

0
50

শ‍্যামল রায়,কালনাঃ

Death of woman by drowning 2
মৃতা। ফাইল চিত্র

শুক্রবার মন্তেশ্বর থানার বাঁকা নদীতে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল এক মাঝ বয়সী মহিলার।ঘটনাটি ঘটেছে গাব্রুগ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বাসন্তী ঘোষ(৫০)।জানা গিয়েছে এদিন সকাল দশটা নাগাদ তার একমাত্র প্রতিবন্ধী মেয়েকে বাঁকা নদীতে স্নান করাতে নিয়ে যান তিনি।মেয়েকে স্নান করিয়ে খাটে বসিয়ে রেখে নিজে জলে স্নান করতে নামেন।
কয়েক দিনের বৃষ্টিতে নদীতে জল বেড়ে যাওয়ায় প্রচন্ড স্রোত রয়েছে।ওই মহিলা জলে নামতেই জলের স্রোতে ভেসে যায় এবং জলে ডুবে মৃত্যু হয়।দ্রুত স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধারের জন্য বিপর্যয় দপ্তর খবর দেয়া হয়।

আরও পড়ুনঃ মামা বাড়িতে বেড়াতে এসে নালায় ডুবে মৃত্যু ভাই-বোনের

Death of woman by drowning
নদীর তীরে মানুষের ভিড়। নিজস্ব চিত্র

বিপর্যয় দপ্তরের একটি টিম জলে নেমে মহিলার দেহ উদ্ধার করতে পারেনি বলে রাত পর্যন্ত খবর। মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে ওই মহিলার দেহ উদ্ধারের জন্য বিপর্যয় দপ্তরের তরফ থেকে সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মাঝ বয়সী মহিলার মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here