ফুচকা খাওয়া ঘিরে বচসার জেরে নিহত যুবক, ধৃত বিক্রেতা

0
112

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে খুন এক যুবক। মৃতের নাম সুজয় পাশোয়ান (২৪)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের দলমাদল রোডে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Death of youth due to conflict | newsfront.co
স্বজন হারানোর কান্না।নিজস্ব চিত্র

স্থানীয়দের একাংশের দাবী, ঐ এলাকায় ফুচকা বিক্রেতার সঙ্গে মত্ত অবস্থায় কয়েকজন ঝামেলা করে। সেই সময় পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ফুচকা বিক্রেতা প্রতিরোধের চেষ্টা করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শহরের কুর্চিবন এলাকার বাসিন্দা সূজয় পাশোয়ানের। পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে। একই সঙ্গে ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফুচকা বিক্রেতাকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত প্রায় ১০

brother of dead youth | newsfront.co
মৃতের দাদা।নিজস্ব চিত্র

মৃতের দাদার দাবী, ভাইকে খুনের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে সে শারীরিক ভাবে ততটা সক্ষম নয়। এই ঘটনায় দু’চার জন জড়িত বলে তার দাবি।

পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here