নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু, রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশী লাঠিচার্জ ভাঙচুর পুলিশের একাধিক গাড়ি।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার আমলাশুলি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রিবেলা গড়বেতা স্টেশন থেকে আমলাশুলি নিজের বাড়ির পথে যাচ্ছিলেন শিবানন্দ নামে ২২ বছরের যুবক এরপর এই অভিযোগের কাছে এলে এক গাড়ি ধাক্কা মেরে দেয়।
এরপর স্থানীয় কিছু লোকজন গাড়িটার পিছনে ধাওয়া করে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন পুলিশের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয় শিবানন্দ দত্তের।
এরপর আজ সকাল নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা, এরপরে পুলিশ অবরোধ তুলতে গেলে এলাকাবাসীর সাথে বচসায় জড়িয়ে পড়ে।এরপর এই অভিযোগ ডিএসপি অপারেশনের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় এবং ভাঙচুর করা হয় একাধিক পুলিশের গাড়ি।
এরপরই উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। এলাকার সামাল দিতে পুলিশী লাঠিচার্জ করে এমনই অভিযোগ করেন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দা বরেন মন্ডলের অভিযোগ যে, গাড়িটি ধাক্কা মেরে ছিল যার ফলে মৃত্যু হয়েছিল ওই যুবকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছিল পুলিশ আধিকারিকদের। এছাড়াও দাবি করেন অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করতে হবে এবং অভিযুক্ত চালককে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে শান্তিপূর্ণ ভাবে চলছিল রাস্তা অবরোধ।
এরপর ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সঙ্গে কথোপকথন চলাকালীন কেউ বা কারা পুলিশের গাড়িতে ঢিল ছোঁড়ে এবং ভাঙচুর করে পুলিশের গাড়ি, এরপরে পুলিশ আন্দোলনকারী ছাড়াও এলাকার নির্দোষ মানুষকে মারধর করেছে আরও অভিযোগ করেন। এলাকার মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এলাকার বাচ্চা বাচ্চা ছেলেদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ সাঁকরাইলে সদ্যজাতর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শুধু তাই নয় এলাকার দুজন ব্যবসায়ীকে ধরেছে পুলিশ, আগামী দিনে এর যদি সুব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এতে যদি পুলিশ প্রশাসন তাদের ক্ষমতা দেখিয়ে এলাকার দু’ তিন হাজার লোককে অ্যারেস্ট করে তাহলে আমরা প্রস্তুত আছি। যদিও গোটা এলাকায় উত্তেজনা পূর্ণ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584