ওয়েবডেস্কঃ
বন্যা বিধ্বস্ত কেরালায় মৃতের সংখ্যা বেড়ে শতাধিক। জানা গেছে এপর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি ছাড়া কমপক্ষে দেড় লাখ মানুষ,বন্ধ রাজ্যের ব্যস্ততম কোচি বিমানবন্দর।
গত কয়েকদিনের এই টানা বৃষ্টিপাত থামার কথা থাকলেও তা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, প্রায় এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বৃষ্টিপাতের কারণে রাজ্যজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট হাজার কোটি টাকার ফসল, রেল যোগাযোগ ব্যাহত,অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এই বন্যায় রাজ্যের ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতি হয়েছে।
এমতাবস্থায় কোচি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কেরালায় যাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584