Jaish terrorists attack #CRPF convoy in Jammu and Kashmir's #Pulwama, 30 personnel martyred https://t.co/2KcDdxZ1q3 pic.twitter.com/S69WJYgUqC
— Times of India (@timesofindia) February 14, 2019
ওয়েবডেস্কঃ
সন্ত্রাসবাদী হামলায় সেনা জওয়ানদের মৃত্যু মিছিলে শোকস্বশোক দেশ।এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০।
উরি হামলার ভয়াবহতাকেউ ছাপিয়ে বৃহস্পতিবার বিকেল ৩.১৫ মিনিট নাগাদ জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা বাইপাসের কাছে গোরীপোরা এলাকায় জম্মু–শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কের উপর সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ান কনভয়ের ওপর সরাসরি ধাক্কা মারে আইইডি বিস্ফোরক বোঝায় একটি গাড়িটি।মর্মান্তিক এই আকস্মিক হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০ সিআরপিএফ জাওয়ান ।আশঙ্কাজনকভাবে জখম হন বহু সংখ্যক সিআরপিএফ জাওয়ান ।
Attack on CRPF personnel in Pulwama is despicable. I strongly condemn this dastardly attack. The sacrifices of our brave security personnel shall not go in vain. The entire nation stands shoulder to shoulder with the families of the brave martyrs. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) February 14, 2019
এরপর ওই কনভয়ের উদ্দেশ্যে গ্রেনেড ও গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সন্ত্রাসবাদীরা ।
রাজ্য পুলিস সূত্রে খবর, আজ প্রায় ৭০টি গাড়িতে করে অন্তত ২৫০০ সিআরপিএফ জওয়ানের একটি বৃহৎ কনভয় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এদিন অন্যান্য গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বিস্ফোরক বোঝাই গাড়িটি কনভয়ের মধ্যে ঢুকে সিআরপিএফ জওয়ান ভর্তি বাসটিতে সরাসরি হামলা করে।
I’m deeply disturbed by the cowardly attack on a #CRPF convoy in J&K in which many of our brave CRPF men have been martyred and a large number wounded, some critically. My condolences to the families of our martyrs. I pray for the speedy recovery of the injured.
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2019
ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে জৈশ–ই–মহম্মদ জঙ্গি গোষ্ঠী । এর আগে ২০১৬ সালের ১৮ই সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উড়িতে এই জঙ্গিগোষ্ঠীর হামলায় শহীদ হন ১৯ সেনা জওয়ান।
সূত্রের খবর দিন দশেক আগে গোয়েন্দা সূত্রে বৃহৎ নাশকতার সর্তকতা জারি করা হয়েছিল সেনা জওয়ানদের জন্য। এরমধ্যে আবার গতকাল কাশ্মীরের এক মাদ্রাসায় আকস্মিক হামলায় ভয়াবহতা ছড়ায় গোটা এলাকায় ।
ঘটনার পর পুরো এলাকা নিখুঁত নিরাপত্তার আওতায় মুড়ে ফেলা হয়েছে, সাথে সর্তকতা জারি করা হয়েছে । রাজ্য পুলিশ সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্যের তৎপরতায় পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
(ফিচার ছবি-টাইমস অফ ইন্ডিয়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584