নিজস্ব সংবাদদাতা, নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি অতীশ সিনহা ওরফে কাল্টু। পারিবারিক সুত্রে জানা যায় শনিবার বিকেল ৪.৩০ নাগাদ গোরাবাজারে বাড়ির বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হন এই কংগ্রেস নেতা। পরে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা মাত্র ৫৪ বছর বয়সী এই কংগ্রেস নেতার মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেসের সদস্য মহ. জহর নিউজ ফ্রন্ট কে জানান “ছাত্র জীবন থেকে ওর সাথে রাজনীতি করেছি। দীর্ঘদিনেররাজনৈতীক সহকর্মীকে হারিয়ে খারাপ লাগছে। আমৃত্যু সাংগঠনিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন উনি। আদন্ত্য একজন ভালো মানুষকে হারিয়ে খারাপ লাগছে।” তাঁর কথায় ” কংগ্রেসের দুঃসময়েও কংগ্রেস ছেড়ে যায় নি কাল্টু”। প্রদেশ কংগ্রেসের সদস্য সদ্য প্রয়াত এই নেতা মৃত্যুর সময় রেখে গেলেন তাঁর স্ত্রী ও এক কন্যা সন্তান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584