নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সাড়ম্বরে ও ঘটা করে কৃষি মেলার উদ্বোধন করা হল।যিনি কৃষি মেলার উদ্বোধন করবেন বলে আমন্ত্রণ পত্রে নাম ছাপানো ও মাইকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি আর এলেন না। তিনি হলেন কাঁথির সাংসদ শিশির অধিকারীপূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক কৃষি মেলা কমিটির ব্যবস্থাপনায় ও এগরা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত কৃষি মেলার অনুষ্ঠানের ঘটনা।
তবে ওই মেলার উদ্বোধন করেন শিশিরবাবুর পরিবর্তে জেলা সসভাধিপতি দেবব্রত দাস। তিনি বলেন, “২০১১ সালের পর থেকে এই জনমুখী সরকারের আমলে মানুষের আর্থ-আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। মেলার অনেক গুরুত্ব রয়েছে। কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, খাদ্য, সমবায়- সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনে মেলার শ্রীবৃদ্ধি ঘটুক।” তবে এ দিন ওই সাংস্কৃতিক মঞ্চে সভাধিপতির পাশে বসতে দেখা যায় শো- কজ হওয়া এগরার বিধায়ক সমরেশ দাস, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, বিডিও রাণী ভট্টাচার্য, ব্লক কৃষি আধিকারিক ইপ্সিতা মন্ডল, জেলা উপকৃষি অধিকর্তা ভোলানাথ সামন্ত, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস ও গায়ত্রী পাত্র ও ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা ও অনুরাধা রাজ- সহ অন্যান্যরা।
বিধায়ক অবশ্য শো- কজের প্রশ্নে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে সমরেশবাবু বেরিয়ে যাওয়ার পর ওই সাংস্কৃতিক মঞ্চে আসেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া ও ব্লক কমিটির সদস্য শ্রীমন্ত মান্না। কাঁথির সাংসদ শিশির অধিকারী কৃষি মেলার উদ্বোধন করতে এলেন কেন? এই প্রশ্নের জবাবে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন, “শিশিরবাবু কাঁথিতে অন্য একটা সভায় ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। কিন্তু তৃণমূলের একটি সূত্রের দাবি, গত ৩ জানুয়ারি ৩৪ তম এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল বিধায়ক সমরেশ দাস, বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চে ছিলেন।কিন্তু তা পছন্দ হয়নি তৃণমূল নেতৃত্বের। পরিণামে বিধায়ক সমরেশ দাসকে শো-কজ করা হয়েছিল। তাই হয়তো সে কারণে কৃষি মেলায় উদ্বোধক হিসেবে সাংসদ শিশির অধিকারীর আমন্ত্রণ থাকলেও তিনি আসেননি। কিন্তু বিজেপির অভিযোগ, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল অনুযায়ী বিধায়ককে যেখানে আমন্ত্রণ জানানো হতে পারে, তাহলে স্থানীয় সাংসদকে নয় কেন? বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “তৃণমূল দলটাই সংবিধান বিরোধী। সরকারি অনুষ্ঠানে দলীয় প্রচার, আবার দলীয় অনুষ্ঠানে সরকারের প্রচার।এটাই সারা রাজ্য জুড়ে হচ্ছে।কিন্তু তৃণমূলের কাছে এমনটাই প্রত্যাশিত।”
তবে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন, “ভোটে জেতার পর আমাদের এলাকায় একবারও সাংসদকে দেখা যায়নি। কিন্তু টিভির পর্দায় সাংসদ দিলীপ ঘোষকে উল্টো পাল্টা বলতে দেখেছি। তবে আমরা কাউকে আমন্ত্রণ জানাবো না জানাবো, সেটা আমাদের ব্যাপার।” এগরা-২ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস বলেন, তিন দিন ধরে ব্লক প্রাঙ্গণে চলবে কৃষি মেলা। রয়েছে কৃষি, সমবায়, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক আলোচনা শিবির। মেলায় রয়েছে ১২ টি স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে প্রতিদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584