হঠাৎ ছুটিতে চাকদায় আলো

0
817

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

হঠাৎ ছুটি। এমন তো কথা ছিল না। সুখকর কারণ হলেও একরকম ছিল। কিন্তু এ কি কারণ! কারণ ভাইরাস। একপ্রকার ঘরবন্দি আমরা সকলে। ঘরবন্দি টেলি, টলি মহলের কারিগররাও। হঠাৎ ছুটিতে কেউ ঘুরতেও যেতে পারছে না কোথাও।

Debadrita Basu | newsfront.co
নিজস্ব চিত্র

বন্ধ শপিং মল, বন্ধ সিনেমা হল এই অবস্থায় কি করছেন টেলিভিশনের ব্যস্ত নায়িকা দেবাদৃতা বসু? কয়েকদিন আগে জয়ী নামে দর্শকের ঘরের সদস্যা ছিলেন তিনি। এখন তিনি ‘আলো ছায়া’ ধারাবাহিকের আলো।

আরও পড়ুনঃ পুরনো ইমেজে নতুন গান

Debadrita Basu | newsfront.co
নিজস্ব চিত্র

দেবাদৃতার এই মুহূর্তের রুটিন জানতে ঘোরাই ফোন। শুরুতেই দেবাদৃতার স্বভাবসিদ্ধ প্রশ্ন, “কেমন আছো?” প্রত্যুত্তর দিয়ে জানতে চাই, কেমন কাটছে আকস্মিক এই ছুটির দিনগুলো?

Debadrita | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আটকে গেলো ‘গুলদাস্তা’র রিলিজ

দেবাদৃতার উত্তর, “উচ্চমাধ্যমিক চলছে আমার। এখনও দুটো পরীক্ষা বাকি। বাংলা আর সোসিওলজি। পিছিয়ে গেল পরীক্ষা দুটো। কিস্যু করার নেই সারাদিন। কোথাও ঘুরতে যেতে পারছি না। এমনকি শপিং মলেও যাওয়া যাচ্ছে না। খুব সাবধানতা অবলম্বন করে কাটছে দিনগুলো।

এই সুযোগে চলে এসেছি চাকদায়। চাকদা আমার হোমটাউন। এই সুযোগে আত্মীয়-স্বজনের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছি। সারাবছর ওঁদের সঙ্গে আড্ডা-গল্প হয় না। এখন ওঁদের সকলের সঙ্গে দারুণ কাটছে সময়। শুধু আমি বা আমার আপনজনেরা নয়, আমি চাই সকলে ভাল থাকুক, সুস্থ থাকুক। ভাল থাকার জন্য প্রয়োজনীয় নিয়মগুলো সকলে মেনে চলুক। আশাকরি এই সময়টা আমরা পেরিয়ে উঠতে পারব খুব তাড়াতাড়িই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here