নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে৷ বিশেষভাবে তাঁর নিজের দেশ বাংলাদেশ এবং ভারতবর্ষেও।আগামী ১৭ ই মার্চ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ অনুষ্ঠান, যেখানে এক মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিয়ে হাজির হচ্ছেন দেবজ্যোতি মিশ্র। এতে দুই বাংলার শিল্পীরাই অংশগ্রহণ করবেন।
দেবজ্যোতি বলেন- “মুজিবুর রহমান এই নামটার সঙ্গে সেই ছেলেবেলা থেকে পরিচয়। মুক্তি যুদ্ধের খবর আসত রেডিওতে।দেবদুলাল বন্দোপাধ্যায় খবর পড়তেন। সারা পাড়ায় রেডিও চলতো। বাড়িতে মা, বাবা, ঠাকুমা সবার সঙ্গে আমিও রেডিওর সামনে বসে থাকতাম। সেই সব ফেলে আসা দিন গুলো মনে পড়ে।
সেই থমথমে দিনে “শোনো একটি মুজিবরের থেকে”- গান অনেক স্মৃতি উস্কে দেয়। তখনকার পূর্ববঙ্গ আমার মা-বাবার দেশ। ভাবলেই একটা আবেগ কাজ করে। আর মুজিবর যিনি নাকি সেই বাংলাদেশের রূপকার তাঁর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমি।আমার ভারত-বাংলাদেশের মিউশিয়ান বন্ধুদের নিয়ে পারফর্ম করব এটা ভেবেই গর্ব হচ্ছে।”
আরও পড়ুনঃ হিন্দি ছবির গানে নব্বইয়ের দশককে ফিরে দেখার কনসার্ট শহরে
এখান থেকে স্ট্রিং সেকশন যেমন ভায়োলিন, চেলো, ভিওলা, কন্ট্রাভাস এবং আরও মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট যাচ্ছে। বাংলাদেশের অনেক বিশিষ্ট মিউজিশিয়ানরা রয়েছেন৷ সব মিলিয়ে ১৫০ জন মিউজিশিয়ানের সঙ্গে বেশ বড় একটা কয়্যার থাকছে।দেবজ্যোতি বলেন- “সব মিলিয়ে আমি বেশ আবেগাপ্লুত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584