নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
একুশের মহারণে বিজেপির পাখির চোখ ছিল বঙ্গ বিজয়। বাংলা দখল করতে ভোটের প্রায় দুমাস আগে থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মাথারা থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কতবার যে বাংলা সফর করেছেন তার ইয়ত্তা নেই। শেষে লোকে বলতে শুরু করে যে ওনারা ‘ডেলি প্যাসেঞ্জারি’ করছেন শুধু বাংলা জয় করতে।

এই সময়েই অনেক নেতা মনে করলেন শাসকদল তৃণমূল কংগ্রেস হেরেই যাবে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে বসবে গেরুয়া শিবির, হবে ‘ডবল ইঞ্জিন’ সরকার। ভোটের আগেই রাজ্যে শুরু হয়েছিল দল বদলের হিড়িক। হুহু করে তৃণমূল নেতা মন্ত্রীরা যোগ দিতে থাকলেন বিজেপিতে। সকলেরই বাঁধা ধরা বক্তব্য, হয় দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছেন না অথবা দলে থেকে দম বন্ধ হয়ে আসছে।
কিন্তু ভোটের ফল বেরোতেই মাথায় হাত! এই দলবদলু নেতাদের প্রায় সকলেই গোহারা হারলেন নির্বাচনে। অর্থাৎ এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল জনমানসে তাই মানুষ এঁদের দূরে সরিয়ে দিয়েছেন।কিন্তু এই সব দলবদলুরা সকলেই আবার সুর পাল্টে ফিরতে চান শাসকদল তৃণমূল কংগ্রেসের দরজায়, গতকাল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোনালী গুহ ও চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ; বক্তব্য সেই একই তিনি বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চান।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রয়োজনে হাসপাতালে শয্যা সংরক্ষণ জরুরি, মত দিল্লি হাইকোর্টের
তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ভোটের আগে তৈরি করেছিলেন তৃণমূলের থিম সং ‘খেলা হবে’ যা ছিল ভোটের বাজারে সুপারহিট। সেই দেবাংশু ভট্টাচার্য আবার তাক লাগিয়ে দিলেন ‘বেসুরো স্বীকারোক্তি’ নামে ফর্ম বানিয়ে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর চোখের জল আর কুম্ভিরাশ্রু এক! নিউইয়র্ক টাইমস পত্রিকার নামে ভাইরাল ভুয়ো ছবি
সোশ্যাল মিডিয়ায় সেই ফর্ম পোস্ট করে দেবাংশু লেখেন যাঁরা আবার ফিরতে চান তাঁরা আগে এই ফর্ম ভরুন, স্বীকার করুন কি কারণে দল ছেড়ে গেছিলেন এবং একই সঙ্গে স্বীকার করুন আবার কেন দলে ফিরতে চান? দেবাংশুর এই বেসুরো স্বীকারোক্তি ফর্ম ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে, দেবাংশুর এই নতুন ধারার হাস্যরসে যথার্থই আপ্লুত নেটিজেনদের একটা বড় অংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584