কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
রাজ্য পুলিশের ডিজি হিসাবে দায়িত্ব নিয়েই এক সময়ের মাওঅধুষ্যিত এলাকা ঝাড়গ্রাম জেলায় এসে পুলিশ সুপারের অফিসে মিটিং সারলেন নতুন দায়িত্ব প্রাপ্ত ডিজি পি. বিরেন্দ্র । সঙ্গে ছিলেন প্রাত্তন ডিজি সুরজিৎ পুরকায়স্থ,গোয়েন্দা দমন শাখার প্রধান সিদ্ধীনাথ গুপ্তা ,আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র ,ডিআইজি মেদিনীপুর রেন্জ বাস্তব বৈদ্য ,ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ভরত অমিত কুমার রাথোড ।
মানুষের নানা অভাব-অভিযোগকে হাতিয়ার করে এলাকায় প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করেছে মাওবাদীরা। গোয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসেছে পুলিশ। ভারতী ঘোষ জমানা শেষ হওয়ার পরে জঙ্গলমহলের শান্তিকে ধরে রাখাটাও জেলা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।বাইরের কোন শক্তি জঙ্গলমহলকে অশান্ত করতে পারে ,এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজাই রাখতেই এই উচ্চ পর্যাযের বৈঠক।
ডিজি পি. বিরেন্দ্র জানান আমি এই নতুন ডিজি হিসাবে জয়েন করেছি ,এলাকাটা বুঝতে আমার একটু সময় লাগবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584