জেলার দুই কৃতিকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সংবর্ধনা

0
63

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

নাসাতে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ প্রাপ্ত ও পেট্রোল চালিত সাইকেল আবিষ্কারক উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা প্রদান করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা শাসক আয়েষা রানী কর্নজোড়ার  জেলা কার্যালয়ে বিবেকানন্দ সভাগৃহে এক  অনুষ্ঠানে জেলার দুই ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেন।  জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি দুই ছাত্র ।

নিজস্ব চিত্র

উল্লেখ্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস অফ ম্যাথমেটিক্স এ প্রথম স্থান অর্জন করে নাসাতে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ পেয়েছে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে। বড় হয়ে একজন বিজ্ঞানী হিসেবে নাসা তে যেতে চাইছিল সে। অপরদিকে মোটর বাইকের ইঞ্জিন লাগিয়ে পেট্রোল চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে রায়গঞ্জের বিধানগর এলাকার ষষ্ঠ শ্রেনীর ছাত্র  পবন শর্মা। এক লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার ছুটে চলার ক্ষমতা রাখে তাঁর তৈরি সাইকেল। তার তৈরী সাইকেলের গতিও যথেষ্ট। এই কর্মকান্ডে মোট খরচ হয়েছে ১৮ হাজার টাকা।তার এক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার কাকা গিরিধারী শর্মা । পবনের আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। জেলা প্রশাসনের থেকে এমন অভিবাদন পেয়ে খুশি এই দুই কৃতি পড়ুয়া ও তাঁদের পরিজনেরা। এত অল্প বয়সে রায়গঞ্জের মতো ছোট্ট শহরে থেকে দুই কৃতি ছাত্রেরর কাজে উর্ভিত শহর বাসি থেকে শুরু করে জেলা বাসী।

নিজস্ব চিত্র

এদিন জেলা শাসক আয়েষা রানী-এ জানান,  এতো ছোট বয়সে এই দুই বালক যে সাফল্য অর্জন করেছে। তাতে করে উত্তর দিনাজপুর জেলার ইতিমধ্যেই সর্বত্র সুনাম ছড়িয়ে পড়েছে।  তাঁদের অনুপ্রেরণা যোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবনের তৈরি পেট্রোল চালিত সাইকেল সহ অন্যান্য সবকিছু নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করার কথা বলা হয়েছে মহকুমা শাসককে বলেও জানিয়েছেন জেলা শাসক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here