লকডাউনে অনলাইনেই গান শিখছেন হাওড়ার তরুণী

0
474

মোহনা বিশ্বাস, হাওড়াঃ

গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। এবার ভারতেও ভালোরকম আস্তানা গেড়েছে এই মারণ ভাইরাস। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল-কলেজ। তাই এখন প্রযুক্তিই ভরসা। অনলাইনেই চলছে ক্লাস। যতদিন লকডাউন চলবে ততদিন অনলাইনেই হবে স্কুল-কলেজের সমস্ত পড়াশোনা।

Debapriya Roy | newsfront.co
নিজস্ব চিত্র

পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তিও এখন শেখানো হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। এই লকডাউনে অনলাইনে গান শেখার অভিজ্ঞতার কথা নিউজফ্রন্টকে জানালেন হাওড়ার বাসিন্দা দেবপ্রিয়া রায়চৌধুরী। সঙ্গীত প্রতিষ্ঠান বন্ধ থাকায় সঙ্গীত ভবনের কর্ণধার তথা সঙ্গীত শিক্ষক পূর্বাচল বেড়া অনলাইনে ভিডিও কলের মাধ্যমেই গান শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের। পূর্বাচল বেরার এক অন্যতম ছাত্রী হলেন দেবপ্রিয়া।

Debapriya | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বালুচিত্রে মুম্বইবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাল সোহেল

তিনি বলেন, “লকডাউনের জন্যই অনুভব করতে পারছি যে বাড়িতে থেকেও এভাবে কাজ করা সম্ভব। গান একটা সাধনার বিষয়। শুধু গানই নয় সব কাজের জন্যই সাধনার প্রয়োজন। আর সেই সাধনার জন্য সবসময় দৌড়াদৌড়ি করতে হয় না। বাড়ি বসেও ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজ করা সম্ভব। লকডাউন না হলে হয়ত এই বিষয়টা আমরা বুঝতে পারতাম না।”

online teaching | newsfront.co
নিজস্ব চিত্র

বায়োলজির শিক্ষক নীলকান্ত রায়ও ভিডিও কলের মাধ্যমে পড়াশোনা শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের। আর এই কাজে নীলকান্ত বাবুকে সাহায্য করছেন দেবপ্রিয়া। শুধু লকডাউনের সময় নয়, সারাবছরই এইরকম ভিডিও কলের মাধ্যমে পড়াশোনা শেখানো হলে দূরের ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে বলে মনে করেন হাওড়ার ওই তরুণী।

video calling | newsfront.co
নিজস্ব চিত্র

তার মতে, অনলাইনে পড়াশোনা শেখানোর এই ব্যবস্থা যদি সারাবছরই জারি থাকে তাহলে যেসমস্ত পড়ুয়াদের বাড়ি অনেকটা দূরে, তারাও ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাবে। লকডাউনের সময় দেবপ্রিয়ার এইরূপ ভাবনা সত্যিই নজিরবিহীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here