দাড়িভিটে দেবশ্রী,দিলেন সিবিআই তদন্তের আশ্বাস

0
61

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Debashree assured for cbi investigation
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটের মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের মৃত্যুর ব্যাপারে সিবিআই তদন্ত যাতে হয় সে ব্যাপারে তিনি উদ্যোগ ইতিমধ্যে নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন।

Debashree assured for cbi investigation
নিজস্ব চিত্র
Debashree assured for cbi investigation
মৃতের পরিবারে দেবশ্রী চৌধুরী।নিজস্ব চিত্র

আজ ইসলামপুরের দাড়িভিট এলাকায় গিয়ে মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের বাড়িতে বসে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

Debashree assured for cbi investigation
নিজস্ব চিত্র

তিনি বলেন,এবিষয়ে ইতিমধ্যে তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন।তিনি বলেন,এই ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত করলেই আসল রহস্য উদঘাটন হয়ে যাবে।

Debashree assured for cbi investigation
নিজস্ব চিত্র

তিনি বলেন,গতকাল মন্ত্রী হয়ে জেলায় প্রবেশ করার পর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেছেন সিবিআই তদন্তের ব্যাপার নিয়ে।

তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আরও বলেন,জেলার উন্নয়ন করতে হলে আগে দরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর তার নিরিখে তিনি চেষ্টা করছেন জেলায় ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন ঘটানো।
ইতিমধ্যে তার প্রচেষ্টাও শুরু করে দিয়েছেন তিনি বলে তিনি জানান।

Debashree assured for cbi investigation
নিজস্ব চিত্র

এছাড়া তিনি বলেন, ইসলামপুরের বাইপাস,বারসই রায়গঞ্জ যোগাযোগ ব্যবস্থা সড়ক পথের।এছাড়াও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে তার একমাত্র লক্ষ্য।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন,উত্তর দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয় আর সেই ভুট্টাকে কেন্দ্র করে কোন প্রক্রিয়াকরণ শিল্প যাতে জেলা গড়ে উঠতে পারে এবং তার মাধ্যমে জেলায় প্রচুর বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান করতে পারে সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন যাতে এখানে ভুট্টাকেন্দ্রিক একটি শিল্প গড়ে উঠতে পারে।

তিনি বলেন বিজেপির বিপুল সাফল্য লাভ করার ফলে তৃণমূল কংগ্রেস হয়তো মৃত হয়ে পড়েছে তাই তারা এখন পুলিশকে দিয়ে তাদের বিজয় মিছিল আটকানোর চেষ্টা করছে।এটা গণতান্ত্রিক ব্যবস্থায় কখনও কাম্য নয়। তিনি বলেন,যেহেতু তিনি একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তাই বিজয় মিছিলে তিনি হাঁটবেন না।তিনি বলেন এই রাজ্যে যেমন করে সরকার এখন চলছে তাতে বেশি দিন এই সরকার টিকতে পারবে না।

নীতি আয়োগের মিটিংয়ে মুখ্যমন্ত্রী না যাওয়ার ব্যাপার নিয়ে এদিন কেন্দ্রীয়মন্ত্রী মুখ্যমন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করে বলেন,যেখানে নীতির প্রশ্ন থাকে সেখানে মুখ্যমন্ত্রী জান না কারণ তিনি কোন নীতি মানেন না।মুখ্যমন্ত্রীর সভায় এখন উল্টাপাল্টা কাজ করা এবং নানান রকম ভাষা প্রয়োগ করে নিজেকে তুলে ধরা।

আরও পড়ুনঃ কেশিয়াড়িতে তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষের বিজেপিতে যোগ

এদিন কেন্দ্রীয় মন্ত্রী ইসলামপুরের দাড়িভিট গিয়ে মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের পরিবারের সাথে নিয়ে তাদের সমাধিস্থলে যায়।সেখানে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানান এবং একটি বৃক্ষ রোপন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here