পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

সড়ক যোগাযোগে কোন জায়গায় যদি কোন অসংগতি থাকে তাহলে তৎক্ষণাৎ তিনি কেন্দ্রীয় সড়ক যোগাযোগ দপ্তরের মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে সেই সমস্যা যাতে দূর করা যায় তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

তিনি বলেন বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। এদিন দেবশ্রী চৌধুরী জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানার জন্য জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন বলে জানান। তিনি বলেন বন্যা এখন নেই। জমা জলের ফলেই এখনো বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে গ্রামবাসীরা। তবে নদীগুলির জল ধীরে ধীরে কমছে জেলায়। তিনি অন্য এক প্রসঙ্গে বলেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি টেকনো ভাবে নজরদারি চালানোর জন্য দল একটি কমিটি গঠন করেছে।
আরও পড়ুনঃ এবিভিপির অবরোধের জেরে যানজট মাথাভাঙায়
সেই কমিটি এই রাজ্যে সব সময় রাজনীতি দলগুলির সাথে মোকাবিলা করে নজরদারি চালাবে।জেলার উন্নয়নের প্রশ্নে তিনি বলেন তিনি সবেমাত্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাই সকলের কাছে আবেদন করেন তাকে পাঁচটি বছর সময় দেওয়া হোক। এরপর তার কাছে প্রশ্ন করার কিছু থাকবে না কারন বেশির ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584