নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কথা রাখলেন মোহনবাগান কর্তারা আই লীগে জয় করা দলের সব ফুটবলার ও কোচিং স্টাফদের বকেয়া মিটিয়ে দিলেন বাগান কর্তারা। একদিকে যখন ইস্টবেঙ্গলে বেতন নিয়ে প্লেয়াররা ফিফাতে যাচ্ছেন সেখানে এটা বাগানকর্তাদের কাছে বড় জয়।
মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলকে ঠুকে বলেন, আমরা কথা দিলে কথা রাখি নির্দিষ্ট সময়ের আগে টাকা দিলাম। কখনো শুনবেন না মোহনবাগান ক্লাব থেকে কেউ টাকা না পেয়ে মামলা করছে।
আরও পড়ুনঃ মাস্টার স্ট্রোক ক্রীড়ামন্ত্রীর ! ঘুচল বিদেশী-ভারতীয় কোচদের পারিশ্রমিকের পার্থক্য
এদিকে লকডাউন বাড়লেও শুক্রবারের মোহনবাগান ও এটিকে বোর্ড মিটিং কিন্তু হচ্ছে। সেখানে অনলাইনে বৈঠক এ উপস্থিত থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা সেখানেই ঠিক হবে মোহনবাগান কি নাম দিয়ে আইএসএল-এ খেলবে। জার্সির রঙ কি হবে পালতোলা নৌকা থাকবে কি না লোগোতে এখন চোখ সেদিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584