নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবারে মাধ্যমিকে বাঁকুড়ার সঙ্গে পাল্লা দিয়েছে পূর্ব মেদিনীপুরও। বাঁকুড়ার সৌম্যের সঙ্গে যৌথভাবে তৃতীয় দখল করেছে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতাও। করোনা আবহের মধ্যে বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বাঁকুড়ার পাশাপাশি তৃতীয় স্থান অর্জন করেছে পূর্ব মেদিনীপুর জেলার দেবস্মিতা মহাপাত্র।
দেবস্মিতা ভবানীচক হাই স্কুলের ছাত্রী। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৯০। গোটা রাজ্যে দেবস্মিতাই মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। দেবস্মিতার সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই বাঁধভাঙা উচ্ছ্বাস স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা যায়, দেবস্মিতার মা স্বপ্না মহাপাত্র ও বাবা দেবাশিস মহাপাত্র দুজনেই হাইস্কুলের ভূগোলের শিক্ষক। দেবস্মিতার দাদা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে।
ভবিষ্যতে দেবস্মিতা মনোবিদ হতে চায়। একাদশ শ্রেণীতে দেবস্মিতা বিজ্ঞান বিভাগে পড়তে চায় বলে জানিয়েছে। পরীক্ষা দিয়ে আসার পর বাবা-মাকে ফল ভালো হবে জানিয়েছিল দেবস্মিতা। কিন্তু একেবারে তৃতীয় স্থান অধিকার করবে সে, তা ভাবতে পারেনি দেবস্মিতা। সারাদিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করত দেবস্মিতা।
আরও পড়ুনঃ মাধ্যমিকের মেধাতালিকায় এবার দাসপুর বিবেকানন্দ হাই স্কুল
সবথেকে বেশি আগ্রহ ছিল জীবন বিজ্ঞানের প্রতি। সাতটি বিষয়ের মধ্যে প্রত্যেকটিতে গৃহশিক্ষক থাকলেও ভূগোল পড়াত নিজের বাবা-মার কাছে। নিজের এত বড় সাফল্যের পেছনে বাবা- মা- দাদা সহ শিক্ষক-শিক্ষিকাদের বিশাল বড় অবদান রয়েছে বলে মনে করে সে। দেবস্মিতা মায়ের স্কুল ভবানীচক হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করলেও আগামী দিনে নিজের সুবিধার জন্য অন্য স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবানীচক হাই স্কুলের ছাত্রীর এত বড় সাফল্যে এখন খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ হয়ে বাজিমাত রায়গঞ্জের ছাত্র সাগ্নিকের
তৃতীয় স্থান অধিকারী দেবস্মিতা বলেন, “মাধ্যমিকে এত বড় সাফল্য পাবো আমি ভাবতেই পারিনি। আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে রয়েছে। আমার সাফল্যের পেছনে বাবা- মা- দাদা সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের বিশাল বড় অবদান রয়েছে। অবসর সময়ে গল্পের বই পড়তে খুব ভালো লাগে।’ দেবস্মিতার মা স্কুলশিক্ষিকা স্বপ্না মহাপাত্র জানান, ‘মেয়ের এই সাফল্যে খুবই ভালো লাগছে। যেদিন যখন মনে হতো বই নিয়ে পড়তে বসত দেবস্মিতা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584