দিল্লি থেকে ফিরেই এবার হোম কোয়ারেন্টাইনে দেবশ্রী

0
150

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের সময় তাঁর বিরুদ্ধে সামাজিক বিধি অমান্য করে বাসিন্দাদের মাস্ক বিলির অভিযোগে বিস্তর জলঘোলা হয়েছিল। তাই এবার আর কোন বিতর্কে গেলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিল্লি থেকে রায়গঞ্জে ফিরেই ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে গেলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Debasree Chowdhury | newsfront.co
নিজস্ব চিত্র

বিমানে বাগডোগরায় নামার পর গাড়িতে চেপে বুধবার রাতে রায়গঞ্জের সুদর্শনপুরে ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন দেবশ্রী। এই ৭ দিন তিনি দলীয় নেতা, কর্মী ও বাসিন্দাদের সঙ্গে দেখাও করবেন না বলে জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। কিন্তু দেবশ্রী তাঁদের ফোন করে কার্যালয়ে না আসার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ লকডাউন আরো কড়াকড়ি রায়গঞ্জে

দেবশ্রী বলেন, ‘এই সময়ে কোনও বাসিন্দা আমার সঙ্গে দেখা করতে এলে কার্যালয়ের কর্মীদের মাধ্যমে তাঁদের আগামী বুধবারের পরে আসার অনুরোধ করেছি। পরিযায়ী শ্রমিকদেরও ফোন করে অনুরোধ করেছি কার্যালয়ে না এসে ইমেলের মাধ্যমে আমাকে স্মারকলিপি পাঠাতে।’

আরও পড়ুনঃ করোনার কবলে অনুপম খেরের পরিবার

এর আগে ২ এপ্রিল বাইরে থেকে এসে লকডাউন ও সামাজিক দূরত্ববিধি অমান্য করে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বাসিন্দাদের মধ্যে মাস্ক বিলির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের কাছে দেবশ্রীর বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। পরের দিন দেবশ্রীর বিরুদ্ধে তাঁর ফ্ল্যাটে স্বাস্থ্যকর্মীদের হোম কোয়ারেন্টাইনের পোস্টার লাগাতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। যদিও দেবশ্রী ওই অভিযোগ অস্বীকার করেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here