নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সামান্য ওষুধ আনার পাশাপাশি বাড়ির কাছে একটি স্কুলের মাঠে হাঁটতে গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি।
সঙ্গে ছিলেন তাঁর আপ্ত-সহায়ক অসীম চন্দ। কিন্তু পুলিশ এসে বাধা দেওয়ায় অসন্মানীতবোধ করেন মন্ত্রী। সুদর্শনপুরের ফ্ল্যাটে ফিরে এসেই সাংবাদিকদের ফোন করা শুরু করেন।
বিষয়টি জানান। উল্লেখ্য, দিল্লি থেকে ফিরে কোয়ারান্টিনে না থেকে বাইরে বেরিয়েছিলেন, মাস্ক বিলি করেছিলেন।
আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসায় শুরু হচ্ছে প্লাজমা থেরাপি
এমনই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরির বিরুদ্ধে। আজ ফের রায়গঞ্জের সুদর্শনপুরে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে বিতর্কে জড়ালেন দেবশ্রীদেবী।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিয়ে পাশের জেলাতেই হইচই চলছে। সেখানে রায়গঞ্জের সাংসদকে রাস্তায় দেখেই পুলিশের ছুটে আসা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী কোনও ধরনের জমায়েত করছেন কি না তা দেখতে গিয়েছিল। তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয়নি। কোন কথাও বলা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584