নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০২০ বিদায় নেওয়ার পর সকলের মুখে একটাই কথা, বলা ভাল নিজেকে নিজের সান্ত্বনাপ্রদান- “২০২১ ভাল কাটবে সবার।” বাকিটা অবশ্য সময় বলবে। তবে, বছরের শুরুতেই এই মুহূর্তের সবথেকে বড় খবর হল এই প্রথম এক ফ্রেমে বন্দি হতে চলেছেন দেবশ্রী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত! টলিউডে এই খবর এখন ঝোড়ো হাওয়ায় বইছে। আর এই অসাধ্য সাধন করতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
তিনজনের মধ্যেকার সম্পর্কের টানাপোড়েন অজানা নয় কারো। কিন্তু তাঁদের এক ফ্রেমে বন্দি করার সাহস উইন্ডোজ ছাড়া আর কে নিতে পারে? কথাটা বলার একটাই কারণ, ‘প্রাক্তন’-এর মাধ্যমে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ২০১৬-তে এক ফ্রেমে এনেছিলেন সেই শিবু-নন্দিতা জুটিই। এবং চুড়ান্ত সফল হন তাঁরা।
সেই সাফল্যের ডানায় ভর করে এই দুই নামের পাশে আরেকটি নাম জুড়ে দেওয়া খুব একটা যে তাঁদের পক্ষে কষ্টকর নয় তা প্রমাণ করতে চলেছেন শিবু-নন্দিতা জুটি৷
আরও পড়ুনঃ নির্মাণের পথে অনিন্দ্য ব্যানার্জির তৃতীয় অ্যান্টি লজিক ছবি ‘কভেট লেটার’
চট্টোপাধ্যায়কে শেষ বড় পর্দায় দেখা যায় অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে জয়া এহসানের বিপরীতে। এরপর তিনি নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত চন্দ্রাশিস রায় পরিচালিত ছবি ‘নিরন্তর’-এ অভিনয় করেন। তবে, লকডাউনের কারণে তা রিলিজ হয়নি প্রেক্ষাগৃহে। ওটিটি-তে আসে ‘নিরন্তর’।
আরও পড়ুনঃ ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋদ্ধি সেনের ‘কোল্ডফায়ার’
বেশ অনেকদিন পর ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায়কে। এতদিন প্রাক্তন স্বামীর সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না তিনি। প্রসেনজিৎ অবশ্য আপত্তি প্রকাশ করেননি কোনওকালেই। পড়ে রইলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও রাজি।
সূত্রের খবর অনুযায়ী, এই তিন অভিনেতার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের৷ খুব শীঘ্রই ছবির কাজে হাত দেবেন তাঁরা। এই প্রথম ইন্ডাস্ট্রির এই তিন মহারথীকে দেখা যাবে একই ছবিতে। সুতরাং ২০২১-এর গোড়াতে এমন এক খবরকে বড় খবর হিসেবে আখ্যা দেওয়া বাতুলতা নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584