নুসরাতকে ফতোয়া,পাশে দাঁড়ালেন দেবশ্রী

0
179

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

“এটা পাকিস্তান নয়,এটা ভারতবর্ষ।এখানে কোনও ফতোয়া চলেনা,” তৃনমূল সাংসদ নুসরত জাহানের শপথ গ্রহনে নিজের পরিচয় দেওয়া নিয়ে মৌলবাদীদের নুসরতকে ফতোয়া দেওয়া নিয়ে এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।

Debasree Stand beside Nusrat
সাংবাদিক সম্মেলনে দেবশ্রী চৌধুরী।নিজস্ব চিত্র

তিনি বলেন,নিজের ধর্ম নিয়ে নিজের পরিচয় দেওয়া সাংবিধানিক অধিকার।সেই বিষয়ে আমার কোনও মন্তব্য দেওয়ার অধিকার নেই। মানুষের সেই অধিকার নিয়ে কারও ফতোয়া দেওয়া চলেনা।

উল্লেখ্য,বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনর সাথে।

আরও পড়ুন: পুরোনো নেতা কর্মীদের দলে ফেরাতে তৎপর তৃণমূল জেলা নেতৃত্ব

বিয়ের পর তিনি হিন্দু সংস্কৃতি মেনে শাখা সিঁদুর পরে শপথ গ্রহন নিতে গিয়ে তিনি তাঁর নাম নুসরত জাহান রুবি জৈন বলে পরিচয় দেন।এনিয়ে কিছু মৌলবাদী সংগঠন নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করে।

Debasree Stand beside Nusrat
নিজস্ব চিত্র

তাদের অভিযোগ মুসলিম ধর্ম ও সংস্কৃতির অপমান করা হয়েছে।এই ঘটনা নিয়ে আজ রায়গঞ্জে সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিশু ও নারী কল্যান প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন,প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে তার ধর্মাচরন করার।এনিয়ে কারও কোনও মন্তব্য চলেনা।

মৌলবাদীদের এনিয়ে ফতোয়া প্রসঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, এটা পাকিস্তান নয় এখানে কোনও ফতোয়া দিয়ে লাভ নেই।এটা ভারতবর্ষ।এখানে কারও সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা যায়না।

তবে নুসরতের এই শপথ গ্রহন নিয়ে ফতোয়ার বিষয়ে সংবিধানের রক্ষাকর্তারা রয়েছেন তাঁরা নিশ্চয়ই ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here