এনপিআর ও এনআরসি’র সম্পর্ক নিয়ে সভা লালগোলায়

0
168

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

এনপিআর কি এনআরসি’র আগের ধাপ, না এটি একটি ভ্রান্ত ধারণা? এ নিয়ে এক বিতর্ক ও সচেতনতা সভার আয়োজন করে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের লালগোলা ব্লক শাখা।

লালগোলা রহমাতুল্লাহ হাই মাদ্রাসায় অনুষ্ঠিত মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন কোলকাতা সরোজিনী নাইডু কলেজের অধ্যাপক আজিজুল বিশ্বাস, কলকাতা বঙ্গবাসী কলেজের অধ্যাপক অনিন্দ্য সরকার, সমাজকর্মী জিম নওয়াজ ও এপিডিআর লালগোলা শাখার জয়নাল আবেদীন। এছাড়াও আয়োজক বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফে উপস্থিত ছিলেন মীর রবিউল ইসলাম, আসিকুল আলম, কাইসার রশিদ, মাসুদ নাস্তুর, গাজিকুল ইসলাম,মোঃ হাজিকুল সেখ,সিরাজাম মনির, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোঃ শাহিদুল ইসলাম, সামসাদ হোসেন, মিনারুল ইসলাম প্রমূখ।

এনপিআর, নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব), নাগরিকপঞ্জি (এন আর সি) ইত্যাদির মধ্যে সম্পর্ক নিয়ে নানারকম মত উঠে আসে আজকের বিতর্ক সভায়। বিতর্কের মাঝেও সভা থেকে দাবি উঠে আসে যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যেন কোনোভাবেই রাষ্ট্রহীন না হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here