নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে মালদহে কবিগুরুর জন্মজয়ন্তী পালনে বিতর্কে জড়ালো পুলিশ প্রশাসন থেকে পুরসভা।
মালদহের পুলিশ জুতো পা-এ কবিগুরুর মূর্তিতে মালা দিয়েছেন, আবার রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এসে সামাজিক দূরত্বের বিষয়টি না মানায় শুরু হয়েছে বিতর্ক। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিষয়টি না মানার বিষয় মেনে নিয়ে বলেছেন, “রবীন্দ্রনাথ বাঙালীর একটা আবেগের নাম।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন
কবিগুরুর জন্য আমরা সব করতে পারি। যদি মরতে হয়, তবে তার আগে কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়েই মরবো।” অন্যদিকে মালদহ শহরে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। যদিও র্যালিতে সামাজিক দূরত্ব মানা হয়েছে।
র্যালিতে হেঁটেছেন জেলার শীর্ষ পুলিশ কর্তারা। কিন্তু রবীন্দ্র মূর্তিতে মালা দেওয়ার সময় অনেক পুলিশ অফিসার তাদের জুতো খোলেননি বলে অভিযোগ উঠেছে।
যদিও জেলা পুলিশের এক শীর্ষকর্তা এপ্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ তার ‘ড্রেস কোড’ ব্যবহার করেছে। রবীন্দ্রনাথকে পুলিশ স্যালুট জানিয়েছে। সুতরাং এতে পুলিশের অন্যায় কিছু নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584