মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সিনেমাপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ। নতুন ছবি নিয়ে শীঘ্রই দর্শকের দরবারে হাজির হতে চলেছেন নবাগত পরিচালক সায়নদীপ চৌধুরী। সিনে-মাইন্ড ফিল্ম স্টুডিও-র হাত ধরে আসছে তাঁর পরিচালিত প্রথম ছবি ‘আসমানী ভোর’। ক্ষমতা দখলের লড়াই সর্বত্র। আদি যুগ থেকে চলে আসছে যে নিয়ম আজও তার পরিবর্তন ঘটেনি। সেই ক্ষমতা দখল নিয়েই এগোবে এই ছবির গল্প। পরিচালক সায়নদীপের কথায়, ধর্মবিদ্বেষের উর্দ্ধে গিয়ে এই ছবি ভালোবাসতে শেখাবে।
দুনিয়ায় সং সাজা বহুরূপীর থেকে মুখোশধারী বহুরূপীর সংখ্যা অনেক বেশি। কে যে কখন কার পেছনে ছুরি বসায়, তা বোঝা বড়োই কঠিন। এই সমাজে আজও মনুষত্বের থেকে ধর্মই মানুষের কাছে বড়। ধর্মের জন্যই মানুষে মানুষে হানাহানি হয়। কিন্তু রক্তের রঙ লাল। আর সেই রক্তের কোনো ধর্ম নেই। তাই মাঝে মাঝে সেই ধর্মকে ছাপিয়ে গিয়েও বড় হয়ে ওঠে সম্পর্ক। এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে আসছে ‘আসমানী ভোর’। চলতি মাসেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। লোকেশন মুর্শিদাবাদ।
ছবির বিষয়ে পরিচালক সায়নদীপ চৌধুরী জানালেন, “ ‘আসমানী ভোর’ অর্থাৎ এক নতুন ভোরের সূচনা ব্যক্তিগত জীবনের সাথে কর্ম জগতেও হতে চলছে। আশা করা যায় দর্শকদের ভালোবাসায় এক রোদঝলমল দিনের দেখা মিলবে। বিগত সাত মাস ধরে ছবির প্রস্তুতি চলছে। ইউনিটের প্রতিটি মানুষ ও সকল কলাকুশলীদের সাথে এক অদ্ভুত বন্ধন তৈরী হয়েছে।”
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে মুক্তি পেল সুজিত সাহার নতুন গান ‘শুধু তুমি চাও যদি’
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবদূত ঘোষ, কিঞ্জল নন্দ এবং পূজারিণী ঘোষ-কে। ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন দীপক হালদার, অমিত সাহা, রাহুল দেব ঘোষ,সমীর সূত্রধর, মধুমিতা সেনগুপ্ত, অনন্যা পাল ভট্টাচার্য ও শিশু অভিনেতা সৌরদীপ্ত দাস। ছবির চিত্রগ্রাহকের দায়িত্ব রয়েছে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে, আবহ-তে রয়েছেন শুভদীপ মজুমদার ও প্রিয়াঙ্ক দাস। এছাড়া, ছবির কার্য নির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন অমিত হালদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584