নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফের টলিপাড়ায় শোকের ছায়া। করোনার কাছে হার স্বীকার করে চলে গেলেন পরিচালক-অভিনেতা দেবিদাস ভট্টাচার্য। বাংলা ধারাবাহিক, এক মাসের সাহিত্য, শর্ট ফিল্ম সব ক্ষেত্রে নিজের পরিচালনদক্ষতায় দর্শকের কাছে সমাদর পান তিনি। একইভাবে ছিলেন সু-অভিনেতা। মজার মানুষ ছিলেন টলিপাড়ার দেবি দা। সকলের প্রিয় মানুষ৷ সাংবাদিকদের সঙ্গেও মিষ্টি ব্যবহারে অভ্যস্ত ছিলেন তিনি।
দেবি দা’র অসময়ে চলে যাওয়ায় শোক প্রকাশ করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন -“ভদ্র, মার্জিত, শিক্ষিত, সুন্দর, সুপুরুষ, ভালো মানুষ, সু অভিনেতা, সু পরিচালক…. এই এতগুলো বিশেষণ একটা মানুষের নামের পাশে দেওয়া যায়, এমন মানুষ প্রায় বিরলই ছিলো। তাই খানিক অবহেলিত ও কোণঠাসা ও। সেটাই স্বাভাবিক হয়ে উঠছে ক্রমশঃ। আরো বিরল হয়ে গেলো।”
আরও পড়ুনঃ হাসপাতালে চিকিৎসাধীন রজনীকান্ত
অভিনেতা জয়জিত ব্যানার্জি লেখেন -“দেবী দা তুমি থাকবে ۔۔۔ তোমার ব্যবহারে ۔۔ তোমার মজার কথায় ۔۔ তোমার কাজে ۔۔ ওম শান্তি।” দেবিদাস ভট্টাচার্যের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584