প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
সারা বিশ্ব জুড়ে মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। রাজ্যে ২২ তারিখ থেকে কিছু কিছু জায়গায় লকডাউন হলেও প্রধানমন্ত্রী ২৫ মার্চ থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত সারা দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খাদ্য জোগানে একপ্রকার অনিশ্চয়তায় ভুগছে অতিদরিদ্র মানুষগুলো। আর এই মানুষগুলোর মধ্যে যাতে কোনো রকম খাদ্য সংকট না দেখা দেয় তারজন্য এগিয়ে এলো রায়গঞ্জের অতিপরিচিত ধর্ম পীঠস্থান ‘দেবপুরী’ মন্দির।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রান তহবিলে আর্থিক দান মন্ত্রী-সাংসদের
এই দেবপুরীর প্রতিষ্ঠাতা এবং রায়গঞ্জ পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী বলেন,” সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত এবং দেশ জুড়ে লকডাউন চলছে তবে এই লকডাউনে কোন মানুষের যাতে খাদ্যাভাব না দেখা দেয় তার জন্যই এই প্রচেষ্টা।এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী এই মহামারিকে রুখতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলছে তাতে আমরা ভীষণ ভাবে গর্বিত। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আগেও ডেঙ্গুর সাথে লড়াই করেছি এবারেও মহামারি সাথে লড়াই করছি। ”
ওই ওয়ার্ডের ২২০ জন অতিদরিদ্র পরিবারকে চিহ্নিত করেছি তাদের কাছে চাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, ডিম ও পরিষ্কার থাকার জন্য সাবান পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিন ওয়ার্ডের ২২০ টি অতিদরিদ্র পরিবারের কাছে সম্পূর্ণ সাবধানতা অবলম্বনের সাথে বাড়ি বাড়ি গিয়ে খাবারও পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুরভোটের দেওয়াল করোনার প্রচারে ব্যবহার কালিয়াগঞ্জের সিপিএম পার্টির
এদিকে রায়গঞ্জ জেলা পুলিশ ও কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আজ থেকে রায়গঞ্জ শহরে চালু হল “ফুড ফর পুওর”। লক ডাউন পিরিয়ডে খেটে খাওয়া মানুষদের কথা ভেবে পুলিশ ও কল্যাণী শিল্প প্রতিষ্ঠানের এই উদ্যোগে মুখে অন্ন জুটবে রায়গঞ্জের বহু মানুষের।
যেসব মানুষ লকডাউনের প্রভাবে কাজ করতে পারছেন না, দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছেন না, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। ডিম-কারি, ভাত ও আলুভাজা সহকারে ২ হাজার খাবারের প্যাকেট এদিন দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। এই উদ্যোগ লাগাতার চালানো হবে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584